শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
মাহাবুব আলম- রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর)মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্ঠা উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি গুলফামুল ইসলাম মন্ডল ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন,আবুল কালাম,আবুল কাশেম, শরৎচন্দ্র, জিতেন্দ্রনাথ রায়, মতিউর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, কৃষি অফিসার শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রেসক্লাব(পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম শিল্পীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক,রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধা প্রমুখ। সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করার ব্যাপারে বিভিন্ন মতামত ব্যাক্ত করেন।