বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর অধীনে জেলা ৩১৫ এ ১ এর অধীনস্থ লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার এর আয়োজনে- রবিবার দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরএলাকার ১নং ওয়ার্ডের মাছুমপুরে আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও মশারী বিতরণ এবং স্বাস্থ্য-সুরক্ষা জন্য মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও পাঁচ শতাধিক দরিদ্র নারী মাঝে রান্না করা খাবার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিশুসামগ্রী বিতরণ। পরে সিরাজগঞ্জ সলঙ্গা থানার রশিদপুর গ্রামে অনুরুপ- মশারী বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পে ডায়াবেটিস, চোখ পরীক্ষাসহ মা ও শিশুদের পুষ্টি নির্ধারণে ১ কেজি করে বড় মাছ বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করেন সামাজিক সংগঠন আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থা।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার, জেলা ৩১৫এ ১ এর জেলা গভর্নর ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
এ সময়ে দ্বিতীয় ভাইস্ জেলা গভর্নর এ,কে,এম গোলাম ফারুক, লায়ন্স জেলা ৩১৫এ-১ এর সচিব মোঃ ফরিদুল হক, ক্যাবিনেট ট্রেজারার সাইদুর রহমান খান, গ্লোবাল সার্ভিস টিম কো-অর্ডিনেটর মিজানুর রহমান মিজান, অক্টোবর সেবা সপ্তাহ‘র সম্পাদক কে,এম আক্তার হোসেনসহ অন্যান্যরা এবং আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা সভাপতি মিসেস লুৎফন নেছা, সহঃ সভাপতি মোঃ শামসুল হুদা, সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা এ্যানা সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং সুবিধাভোগী পাঁচ শতাধিক শিশু ও নারী উপস্থিত ছিলেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com