লাতিফুল সাফি
- ২৫ জুন, ২০২৩ /

এন.সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার ২৪শে জুন দিনব্যাপী চেয়ারম্যান সাহেব আলীর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মোকাম ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মধ্যে ২ হাজার ১০ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।এসব চাল বিতরণকালে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী বলেন- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ চলছে।
ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ২ হাজার ১০ জনের মাঝে চাল বিতরণ করা হবে।এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে মো.জাকির হোসেন, অহিদুর রহমান, নুরুল ইসলাম, শাহ আলম, আবাদ মিয়া, আবু কাউসার, জসিম উদ্দিন, শিল্পী আক্তার, রোমান শেলী, গ্রাম পুলিশ এবং উপকার ভোগীরা।