সোমবার, ১২ মে ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে আজ ৫ই আগস্ট সকালে আদর্শ সদর উপজেলার শুভপুর শেখ কামাল ক্রীড়া পল্লীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান, বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে। পরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ কামালের জীবন বিষয়ক আলোচনা সভা, স্মৃতিচারণ ও ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ. ক. ম. বাহা উদ্দিন বাহার এমপি।কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মুঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার, কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহঃ সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান রোমেল, কুমিল্লা সদর উপজেলার আওয়ামী লীগ সভাপতি কাজী আবুল বাশার, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ বাহাদুর হোসেন সহ অনন্যারা।আলোচনা সভায় সুশীল সমাজের প্রতিনিধি ,রাজনীতিবীদ, শিক্ষক, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।