বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সাইফ উদ্দিন রনি- দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবীদ্বারে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবীদ্বার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
সাব রেজিস্ট্রার নারায়ন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ গোলাম মাওলা, সিনিয়র মৎস কর্মকর্তা সুব্রত কুমার গোস্বামী, সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা এ কে এম নাজমুল হাসান।
দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, অফিস সহকারি ফিরোজ আহাম্মদ, দলিল লেখক সমিতির সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি আক্তারুজামান জামাল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান খান, ভেন্ডার মোসলেহ উদ্দিন মোল্লা, দলিল লেখক নজরুল ইসলাম, মিজানুর রহমানসহ আরো অনেকে।