বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়।ওই কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, উপজেলা ও পৌর কৃষকলীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ নেতাকর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনা করবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহঃ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌরসভার মেয়র মোঃ শওকত হোসেন ভূইয়া, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ মনির খন্দকার, পৌর কৃষক লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা জনি প্রমুখ।