সোমবার, ১২ মে ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
এন.সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ২০২৩-২০২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক ও কৃষাণীদের মাঝে ১ দিনের প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ মোট ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ গ্রহণ করেন। রবিবার(৩০শে জুলাই-২৩ইং) সকালে চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা প্রশিক্ষণ কেদ্রে এ কন্দাল ফসল (লতিকচু, পানিকচু, গোলআলু, মিষ্টি আলু) এর পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি এবং রোগবালাই পোকামাকড় দমন ব্যবস্থাপনা বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন কৃষিবিদ আইউব মাহমুদ, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর- কুমিল্লা, মোঃ সিরাজ উদ্দিন হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার ডিএই- কুমিল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মনির আহাম্মদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম প্রমুখ।