সোমবার, ১২ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৫ই আগস্ট সকালে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে তার স্মরণে চান্দিনা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, চান্দিনা পৌরসভা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মোঃ শওকত হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, জেলা পরিষদের সদস্য মোঃ বজলুর রহমান, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহাবুদ্দিন খাঁন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হাজী আবদুল মালেক, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ সেলিম প্রধান প্রমুখ।