সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার বহু প্রত্যাশিত চিলাহাটি রেল স্টেশনের আইকনিক স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম সেড, ফুট অভার ব্রিজ ও ফাংশনাল ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম-সেবা, প্রকল্প পরিচালর আব্দুল রহিম, ডোমার উপজেলা পরিষদ চেয়্যারম্যান তোফায়েল প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে রেলপথ মন্ত্রী বলেন একটি রাজনৈতিক দল দেশে একের পর এক অশান্তি সৃষ্টি করছে। এই দলটি যখন দেশ পরিচালনা করছিল তখন তারা সব কিছু ধ্বংস করেছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার ১৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে রেল বিভাগ, সড়ক পথ, গ্রাম-গঞ্জের রাস্তা ঘাট ও বিদ্যুৎ বিভাগ। আজ যখন দেশের মানুষ শান্তিতে বসবাস করছে ঠিক সেই সময় এই সন্ত্রাসী দলটি দেশে সন্ত্রাসী কমকান্ড চালাচ্ছে।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন আরও বলেন, আগামী সংসদ নির্বাচনেও বিএনপি অংশগ্রহন করবে না। কারন জনগনের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নেই। তারা জানে দেশের জন্য তারা কিছুই করেনি। আর আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে।