সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
২০০৪ইং সালের ২১শে আগষ্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে পরিচালিত বর্বরোচিত ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদের স্মরণে নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার(২১শে আগস্ট-২৩) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি শোকর্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ও বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে পুনরায় অফিস কার্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি নীলফামারী-৩ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, নুরুজ্জামান বি এ, মোকলেছুর রহমান সন্জু, সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের, সহঃ সাংগঠনিক সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বাবলা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা, শীমা, পারুল, পিউলী, বাসন্তী রাণী, যুবলীগ নেতা আক্তারুজ্জামান বাবু, গোলাম মোস্তফা সোহাগ, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আজম বাদশা সাবু, মৃনাল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন কাদের, উপজেলা তাঁতী লীগের সভাপতি হাসানুর রহমান হাসান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সামীম ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।
সভাটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।