শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলা’র সাথে ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, বিপিএএ এর ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়।
আজ (১২ ফেব্রুয়ারি)-২৪ইং দুপুর ১২টার সময় নীলফামারীর ডোমার উপজেলার নির্বাহী অফিসারের কক্ষে দেশের শিল্পায়নে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির, হস্ত ও মাঝারি শিল্পের উন্নয়নে প্রধান প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলা’র সাথে ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, বিপিএএ এর ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, বিপিএএ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন, পরিচালক জানে আলম সিদ্দিকী, আসমা সিদ্দিকা বেবি সহ ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা।
এসময় ডোমার উপজেলার নির্বাহী অফিসার নাজমুল আলম, বিপিএএ, বলেন ডোমারে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলাকে ডোমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।