শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিল মো নাসির উদ্দীন মোল্লার উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে মামদী মোল্লা স্কুলে মাঠে এবং খাঁ পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সানাউল্লাহ মোল্লা, ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জালাল মাহমুদ, বেলায়েত হোসেন মোল্লা, শামীম মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রভাবশালী সদস্য মোঃ মামুনুর রশীদ মামুন মোল্লা, মনু মোড়ল, গোলাম সারোয়ার, সায়োয়ার আলম রিপন, সিদ্দিক মোল্লা প্রমুখ।
এ সময় কাউন্সিল মোঃ নাসির উদ্দীন মোল্লা বলেন- ৫৪নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাচ্ছি, এই ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও একটি স্মার্ট ওয়ার্ডে হিসেবে গড়ে তুলবো।
স্মার্ট ওয়ার্ড গড়ার লক্ষ্যে এলাকার প্রতিটি রাস্তা ও ড্রেনের কাজ প্রায় সম্পূর্ণ করা হয়েছে। নাগরিক সুবিধার্থে সকল প্রকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে ও এ ধারা অব্যাহ থাকবে।
এ সময় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ৩ হাজার শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।