শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে তিস্তা সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ যোগ দিতেই রংপুর আসেন তিনি, ওই সময় তারাগঞ্জ এরিয়ার তিস্তা খালের বেশ কিছু অংশ পরিদর্শন শেষে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন।
এ সময় উপস্থিত ছিলেন, তিস্তা সেচ সম্প্রসারণ প্রকল্পের বিভাগীয় পরিচালক আবু তাহের, অমলেশ চন্দ্র রায় উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা বাপাউবো, রংপুর। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী আবু সৈয়দ মোহাম্মদ আমিনুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী, হাফিজুর রহমান, উপজেলা ভাইস্ চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজা মন্ডল, বগুড়া সেচ খালের S 3 বি পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী পাপন দত্ত, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম সরকার ও S 3 বি সেচ খালের সুবিধাভোগী কৃষক প্রমুখ।