শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি। গত সোমবার (১৫ জানুয়ারী) তারাগঞ্জ বাজার হাইস্কুল মাঠে থেকে আলু বিক্রি করতে আসা পার্শ্ববর্তী খাতামধুপুর ইউপি’র গ্রাম পুলিশ ফজলে রহমানের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। আগের দিন (১৪ জানুয়ারী) রবিবার দিবাগত রাতে আলমপুর ইউপি’র ইমাগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমানের গোয়ালঘরের প্রাচীর ভেঙ্গে শাহীওয়াল গাভী চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা।
একই রাতে ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া গ্রামের সাইদুল ইসলামের গোয়াল ঘরের তালা ভেঙ্গে গাভী বকনা ষাড় সহ ৪টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা। চুরির ঘটনায় তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
এছাড়াও গত বুধবার (১০ জানুয়ারী) দিনগত রাতে হাড়িয়ারকুঠি ইউপি’র ডাক্তারপাড়া গ্রামের রওশন আলীর ছেলে ফারুক মিয়ার গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়।
ফারুক হোসেন বলেন, গভীর রাতে ঘরের তালা ভেঙ্গে ৩টি গাভী সহ ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা। তিনিও থানায় লিখিত অভিযোগ করেছেন।
গরু চুরির পাশাপাশি গত (৭ জানুয়ারী) রবিবার উপজেলার কুর্শা জিগাতলা গ্রামের জহুরুল হকের রুজি রোজগারের একমাত্র সম্বল, ব্যাটারী চালিত অটো চার্জার ভ্যানটি বাড়ী থেকে চুরি হয়ে যায়।
চুরির ঘটনায় তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুল ইসলাম বলেন, পাশাপাশি কয়েকটি চুরির ঘটনায় আমরা নিরাপত্তা জোরদার করেছি। এছাড়াও অতিরিক্ত নজরদারি বাড়ানোর জন্য পুলিশের সাথে গ্রাম পুলিশদেরকে ডিউটিতে লাগিয়েছি।