শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুণরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক-এর যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম(প্রত্যাশা ২)এর আয়োজন করে।
আজ সোমবার উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট-ইকোনমিক রিইন্টিগ্রেশন মোঃ হুমায়ুন কবির। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুণঃরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুণঃরেকত্রীকরণসহ বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন, জনাব মোঃ বাদশা আলম (ইউপি সদস্য ৫) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোজাহিদুল ইসলাম, ইউপি সচিব। আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার মোঃ তারাজুল ইসলাম, জাকারিয়া হোসেন, সেলিম আহমেদ, ইউপি সদস্যগন, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিদেশ ফেরত অভিবাসীসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, তারাগঞ্জে বিদেশগামী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে আর তাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে ব্র্যাক প্রোগ্রাম (প্রত্যাশা ২) নিরাপদ অভিবাসন নিশ্চিতে আমাদের পক্ষ থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ব্যক্তিরা ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুণরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণমূলক কাজ করার জন্য ব্র্যাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com