সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) নগদ অর্থ প্রকল্পের উন্নয়ন কাজের চেক বিতরণ হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সদর উপজেলা পরিষদের চত্বরে প্রকল্প সভাপতিদের হাতে প্রধান অতিথি হিসাবে চেক তুলে দেন সাবেক মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও কচুকাটা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী প্রমুখ। এতে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি।
কিন্তু আল্লাহর দয়ায় আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হই। বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় বসে শুধুমাত্র আমি আওয়ামী লীগের এমপি হওয়ায় আমার নামে কোনো বরাদ্দ দিতই না।
কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে সব বরাদ্দের সুষম বন্টন করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এসময় গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান মাহবুব জর্জ, খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান প্রশান্ত রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) নগদ অর্থ প্রকল্পের আজ ১৬৯ টি প্রকল্পের ১ কোটি ১৪ লাখ টাকার ৫০শতাংশ টাকার চেক বিতরণ করা হয় প্রকল্প সভাপতিদের হাতে।
এছাড়া পূর্ব চাপড়া শুকানপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।