রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে নীলফামারীতে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন জেলা বার অ্যাসোসিয়েশনের বিএনপিপন্থি ও সমমনা আইনজীবীরা।
সোমবার (১ জানুয়ারী) আইনজীবীরা সকালে আদালত বর্জন করে জেলা বার অ্যাসোসিয়েশনের সামনে অবস্থান নেন। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।
এতে বক্তব্য দেন ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার সভাপতি আল-ফারুক আব্দুল লতীফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মোঃ সোয়েম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো, সহঃ সভাপতি আল-মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজিব প্রমুখ।
বক্তারা বলেন, “আগামী ৭ জানুয়ারি সরকার আরও পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। বিএনপির নেতাকর্মীদের কথিত মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে রেখে প্রহসনের নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, অনুগত প্রার্থী প্রভৃতি হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি প্রার্থী হবেন সেটি ঠিক করে দেয়া হয়েছে। এই পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করে আমরা আদালত বর্জন করেছি।