বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৫ই জুন দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন- নিরপেক্ষ ভোট হতে গেলে অবশ্যই তত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ ভোট সম্ভব নয়।
সারাদেশে পারিবারিক তন্ত্রের প্রভাব এবং সরকারি সিন্ডিকেটের কারণে, তেল চাল সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য আজ দরিদ্র মানুষের নাগালের বাইরে, তাই সরকারের পতনে রাজপথের বিকল্প নেই।
এসময় জেলা বিএনপির সহঃ সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, মোক্তার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সেপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী(শুভ),সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তার হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক মেসবাহুল ইসলাম শাহ টুলু।
সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকগণসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।