বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ১লা সেপ্টেম্বর দিনটি উপলক্ষে সদর উপজেলা বিএনপির উদ্যোগে হাজারো নেতাকর্মী নিয়ে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি পুনরায় ফিরে এসে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারন সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ন সম্পাদক জগদীশবাবু, সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, আজিম হোসেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, ইসলাম, সহঃ সাংগঠনিক সম্পাদক মেশবাউল ইসলাম টুলু, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, সম্বলস ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া প্রমুখ।