সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯শে আগস্ট-২৩ইং) সকালে জেলার চাঁদের হাট ডিগ্রি কলেজের হলরুমে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক রংপুর বিভাগের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম।
এতে ইসলামী ব্যাংকের রংপুর জোনাল অফিসের এসভিপি এন্ড হেড অফ জোন আবুল লাইছ মোহাম্মাদ খালেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক নীলফামারী শাখা প্রধান ও ভিপি মোঃ আনোয়ার হোসেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ।
এসময় বক্তারা বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। তাই আমাদের সকলকে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিতে হবে।
এসময় ইসলামী ব্যাংকের রংপুর জোনাল অফিসের কর্মকর্তা মোঃ তামিজুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র ইউনিট অফিসার ও এপিও মোঃ আব্দুল হাকিম মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।