রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও সুরক্ষা এবং ন্যায় বিচার’ এই স্লোগানকে সামনে নীলফামারীতে মানবাধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে সরকার প্রতিশুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।
আলোচনা সভায় সরকারী বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।