সোমবার, ১৪ Jul ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা ও অপতৎপরতা প্রতিরোধে যুবলীগের প্রতিটি নেতা কর্মী মাঠে রয়েছে বলে জানিয়েছেন নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বুধবার দুপুরে জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণে জেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
জেলা যুবলীগের সিনিয়র সহঃ সভাপতি সুধির রায়ের সভাপতিত্বে সমাবেশে জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহ আনোয়ার হোসেন, পৌর সভাপতি শাহজাহান আলী, সদর উপজেলা সভাপতি প্রবানন্দ রায় রাখাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
এসময় বক্তারা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই আন্দোলনের নামে বিএনপি-জামাত সারাদেশে নাশকতা শুরু করেছে । তাদের এই উদ্দেশ্য সফল হবে না। তাদের রুখতে নেতা কর্মীরা মাঠে অবস্থান করছেন।