সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবিলি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্চনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছেন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (১০ অক্টোবর) শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক তাজনুর আফসানা পারুল, এবিএম গোলাম, পলি আক্তার, বুলবুল আহমেদ, শাহীন হক, আলমগীর কবির,নুর আলম সহ আরও অনেকে। এতে সঞ্চালনা করেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিনারুল ইসলাম।
বক্তারা বলেন,’ শিক্ষকদের সামাজিক মর্যাদা ধীরে ধীরে কমে যাচ্ছে। শাসন কমিয়ে দেওয়া, বেত উঠিয়ে দেওয়া, পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করার পরও তাকে বসতে দেওয়া, টিসি না দেওয়া এসব কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানববন্ধনে কর্মসুচি থেকে শিক্ষক লাঞ্চনার ঘটনায় জড়িত শিক্ষার্থীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন স্কুলের সিনিয়র ও সহকারী শিক্ষকেরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকেরা।