সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
নুরকাদের সরকার- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (৩ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় মৌজাপাংগা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে নীলফামারী জেলার মধ্যে,ডোমার উপজলাকে প্রথম প্রসবজনিত ফিস্টুলা মুক্তকরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ডোমার উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এ বি এম আবু হানিফ। স্বাস্থ্য বিভাগের জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও ল্যাম্ব এর কারিগরি সহযোগিতায় এবং মাহাতাব লিটন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের স্বাস্থ্য উপ-পরিচালক ডাঃ জাহাঙ্গীর কবির, রংপুর বিভাগের স্বাস্থ্য সহকারী পরিচালক ডাঃ কানিজ সাবিহা, নীলফামারী জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, গাইবান্ধা জেলার সিভিল সার্জন আব্দুল্লাহেল মাফি, ইউএনএফপিএ এর টেকনিক্যাল অফিসার ডাঃ অনিমেষ বিশ্বাস, পরিবার পরিকল্পনা অফিসার তবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার বিভিন্ন বয়সের নারী।