রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে হিন্দু ক্যাবল ব্যবসায়ীকে পিটিয়ে আহত লোহাগড়া থানায় মামলা। নড়াইলের লোহাগড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ক্যাবল ইন্টারনেট ব্যবসায়ী সংখ্যালঘু গৌতম চৌধুরী(৪৫) কে ক্যাবল ইন্টারনেট ব্যবসায়ী সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে লোহাগড়ার ফয়েজ মোড়ে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্বার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে।
মামলা সুত্রে জানা গেছে- লোহাগড়া পৌরসভার ছাতড়া গ্রামের রাখাল চন্দ্র চৌধুরীর ছেলে ক্যাবল ইন্টারনেট ব্যবসায়ী সংখ্যালঘু গৌতম চৌধুরী(৪৫) গত ১৪ই এপ্রিল দুপুরে লোহাগড়ার ফয়েজ মোড়ে আইযুর রহমানের হোটেলের সামনে সোহাগ মোল্যা তার খুটিতে থাকা ক্যাবল ইন্টারনেটের তার কেটে ফেলে দেয়। এ ঘটনার জের ধরে সোহাগ মোল্যার সাথে কথা কাটাকার্টির এক পর্ষায়ে তার নেতৃত্বে জাহাঙ্গীর, মনিরসহ ৪/৫ মিলে লোহার রড দিয়ে গৌতম চৌধুরীকে পিটিয়ে মারাত্মক আহত করে রেখে পালিয়ে চলে যায়।
এ ঘটনায় গৌতম চৌধুরীর স্ত্রী সুপ্রিয়া অধিকারী বাদি হয়ে লোহাগড়া থানায় সোহাগ মোল্যা কে প্রধান আসামি করে মনির, জাহাঙ্গীরসহ আরও অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা দায়ের করেন। মামলা নং-৬ এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন বলেন- আসামিদের আটকের চেষ্ঠা চলছে।