শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা সাংস্কৃতিক সংসদের আয়োজনে বুধবার ২১শে সেপ্টেম্বর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং রেনেসাঁর কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি কবি নোমান মোশারফ এর সভাপতিত্বে পাবনার স্থানীয় আসীর উদ্দীন মিলনায়তনে কবিদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। রফিকুল আলম রনজুর সঞ্চালনায় উক্ত স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল করিম। আন্যান্যের মধ্যে আরো আলোচনা করেন সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব ডক্টর ইদ্রিস আলম, বিশিষ্ট ব্যাংকার ও শিশু সংগঠক জনাব কবি সাজ্জাদ হোসেন, পদ্মা কলেজের সিনিয়র প্রভাষক জনাব ফারুকে আজম প্রমূখ।
কবি ফররুখ ও নজরুল ইসলামের সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শিল্পী আব্দুল মমিন, শিল্পী সিয়াম শাহরিয়ার সহ অন্যান্য শিল্পীরা।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- পাবনা সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আব্দুল আলিম, বিশিষ্ট নাট্যজন জনাব নূরুল ইসলাম উজ্জ্বল, দৈনিক জীবন কথা স্টাফ রিপোর্টার মোঃ নুরুন্নবী, জনাব নুরুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর প্রমুখ। সভায় বক্তাগন জাতীয় জাগরণের এই দুই দিকপাল কবির জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।