মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে লতিফুর খবির মমিন(১৮) নামে এক শিক্ষার্থী যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে। এই ঘটনাটি ঘটে শহরের উপকন্ঠ মুসাহরপট্রি নামক স্থানে শনিবার ১ ৫ই জুলাই রাত ১০টার দিকে। নিহত যুবক কলেজ পড়ুয়া শিক্ষার্থী বলে জানা গেছে। সে পৌর এলাকার সরকারপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। ছুরিকাঘাতে জড়িত ভ্যান চালক মমিনুল ইসলাম(২০) ও রাজু ইসলাম(২৬)কে ঘটনাস্থল থেকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে।
জানা যায়, পুরাতন বাজার সাগর টকিজ সংলগ্ন মুসাহরপট্রির পার্বতীপুর দিনাজপুর সড়কে শিক্ষার্থী মমিন দাঁড়িয়ে থাকা অবস্থায় ভ্যান চালক মমিনুল ইসলাম নিজের চলন্ত ভ্যান দ্বারা স্বজরে আঘাত করে লতিফুর খবির মমিনকে। এতে আঘাতপ্রাপ্ত মমিন পড়ে গিয়ে আর্তচিৎকার করলে
লোকজন জড়ো হয়ে ভ্যানচালককে আটকায়। এসময় দু‘পক্ষে কথা কাটাকাটি হয় এবং একে অপরকে দেখে নেয়ার হুংকার দেয়। ভ্যানের আঘাতে আহত মমিন রাতে সঙ্গীয় বন্ধুদের নিয়ে বিচার চাইতে গেলে ছুরিকাঘাতে নিহত হয়। পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।