শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের পীরগন্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডঃ শিরীন শারমিন চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন প্রধানমন্ত্রীর সুযোগ্য ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তু।
গতকাল মঙ্গলবার রাত্রী ৮.০ মিঃ ইন্জিয়ার সাঈদ রেজা শান্তু উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে ফলিবিল বাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পথসভায় মিলিত হন।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী সেস্চাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্র ও যুবনেতা মোঃ ফিরোজ আলমের সঞ্চালনায় পথসভার আয়োজন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী একাত্তরের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্নিকন্যা, পীরগঞ্জের বধুমাতা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত মিয়া।
আরও উপস্থিত ছিলেন, পীরগঞ্জের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও রংপুর জেলা আওয়ামী বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংগঠনের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক,জনাব মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ) সাবেক ছাত্রনেতা, মোহাম্মদ তিতাস মিয়া, মোহাম্মদ রবিউল ইসলাম (রঞ্জু) শ্রী নিরঞ্জন বাবু, পবিত্র কুমার বর্মন সহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।
ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর শিরীন শারমিন চৌধুরী রংপুর-২৪, পীরগঞ্জ- ৬ আসন থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এর আগেও তিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেছেন, এই পীরগঞ্জে টেক্সটাইল কলেজ করেছেন মেরিন একাডেমী করেছেন, ডক্টর এম এ ওয়াজেদ কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের দেয়া অঙ্গীকার প্রতিবন্ধীদের শিক্ষার লক্ষ্যে প্রতিবন্ধী স্কুল করেছেন, বাংলাদেশ সরকার কর্তৃক জনগণের ন্যায্য পাওনা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। শতভাগ বিধবা ভাতা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,টিসিবি পণ্য, দুস্থ মাতা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা ভাতা,প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র, সজীব ওয়াজদ জয়ের দেওয়া অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।
আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী ডক্টর শিরিন চৌধুরী কে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করতে হবে এই মর্মে নিরলস ভাবে কাজ করে যাওয়ার উদার্ত আহবান করেছেন তিনি।