বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। গতকাল শুক্রবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলায় পার্বতীপুর- ফুলবাড়ী ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকিরের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক বিশাল র্যালী বের হয়।
র্যালীটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী-পার্বতীপুর মাটি ও মানুুষের নেতা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ জাকারিয়া জাকির।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু সংগ্রামের মধ্যদিয়ে ১৯৭১ইং সালে এদেশ স্বাধীন করেন। স্বাধীনতার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে এগিয়ে গেছেন। তার পাশে থেকে দেশকে আরও এগিয়ে নিতে হবে, এই প্রত্যাশা নিয়ে সকলকে দলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুর রহমান রাশেদ, ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ডেনিয়েল হাফিজ, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুরজামান বাপ্পী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল, ফুলবাড়ী উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ রুহুল আমিন, মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল ইসলাম, ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের সভাপতি মকলেছুর রহমান মুকুল, সহঃ সভাপতি শ্রী স্বদেশ কুমার, ১নং এলুয়াড়ী ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, ৩নং কাজিহাল ইউনিয়নের সহঃ সভাপতি মোঃ আশরাফুল আলম, ৪নং বেতদিঘী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ খায়ের, ২নং আলাদীপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রী দিপু চন্দ্র রায়, ৭নং ইউনিয়নের সভাপতি শ্রী রাজেন মার্ডী, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদসহ দলীয় ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।