মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা তেঁতুলিয়া এলাকায় এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট- এডিডি এর আয়োজনে ৬২ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এডিডি এর আয়োজনে নিজস্ব সভাকক্ষে এডিডি’র সভাপতি ও ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এডিডি সভাপতি ও ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসোসিয়েশন ফর ডিজএ্যাবল্ড-এডিডি এর নির্বাহী পরিচালক ডাঃ মোঃ আহাদুজ্জামান চৌধুরী, উপজেলা
সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, ফুলবাড়ী পৌরসভার প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন। উপকরণ বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ রাসেল মাহমুদ।
অনুষ্ঠান শুরুর পূর্বে প্রতিবন্ধীদেরকে কিভাবে স্বাস্থ্য বিষয়ক সহযোগিতা করা হচ্ছে এবং সচেতনতা বাড়ানো হচ্ছে তা উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেন এবং ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, উত্তরাঞ্চলের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে যা প্রতিবন্ধীদেরকে সব রকম সহযোগিতা করছেন। এসব উপকরণ
বিতরণের আয়োজনে ছিলেন এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট-এডিডি, ফুলবাড়ী, দিনাজপুর। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।