রবিবার, ১১ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরিপাড়া কশাইখানায় মার্কেট নির্মাণের দাবী এলাকাবাসীর। দীর্ঘ ২০ বছর আগে ফুলবাড়ী পৌরসভার তৎকালীন পৌর মেয়র মোঃ শাহাজান আলী সরকার পুতু পশ্চিম গৌরি পাড়ার ৪নং ওয়ার্ডে নদীর ধার সংলগ্ন এই জায়গায় কশাইখানা নির্মাণ করেন। এতে ব্যয় হয় প্রায় ৪০লক্ষ টাকা।
কাঠামো তৈরি হলেও পুরোপুরি ভাবে এখনও মার্কেট নির্মাণ হয়নি। ড্রেন তৈরি করার পর তার উপর ৩-৪টি কশাইদের ঘর তৈরি হলেও পরবর্তীতে সেই ঘরগুলি রক্ষনা বেক্ষনের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। নদীর ধারে রির্টানিং ওয়াল দেওয়া হলেও তাও রক্ষনাবেক্ষন করছে না কেউ। জনস্বাস্থ্য প্রকৌশল দফতর ফুলবাড়ী থেকে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে টয়লেট নির্মাণ করলেও এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। টয়লেটটি রক্ষনাবেক্ষনের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে।
পূর্বের দায়িত্বে নিয়োজিত পৌরসভার সাবেক মেয়র সেগুলি তদারক করেন নি। বর্তমান কশাই খানায় গড়ে উঠেছে আধাপাকা কয়েকটি ঘর। এই পুরাতন কশাই খানায় নকশা অনুযায়ী মার্কেট নির্মাণ করলে এখান থেকে বছরে প্রায় ৫ লক্ষ টাকা রাজস্ব আয় হবে। বর্তমান এখানে প্রায় ২০ শতক জায়গা রয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল সেই জায়গাটি দখল করে নিজেরাই ভোগ করছেন। এ ব্যাপারে পৌরসভার কোন মাথা ব্যথ্যা নেই। যার কারণেই ফুলবাড়ী শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ মাংস বিক্রির দোকান গড়ে উঠেছে।