সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
নাদিরুজ্জামান মিয়া- ফু্লবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২‘শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের সোমবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব সজীবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী-টু-নাগেশ্বরী যাওয়ার সড়কে ব্র্যাক মোড় এলাকায় একটি মোটরসাইকেলটি তল্লাশী চালিয়ে ২‘শ পিস ইয়াবা জব্দ করে দুই যুবককে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের আব্দুল আলীমের ছেলে লিমন মিয়া(২৬) ও একই উপজেলার সদর ইউনিয়নের চান্দের বাজার মধ্যপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মতিউর রহমান(২২)।
ফু্লবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।