সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ী পৌরসভার ৫৮ কোটি ৬১ লক্ষ ৩৭ হাজার ৩ শত ৫২ টাকা বাজেট ঘোষনা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। এর পরবাজেটের বিস্তারিত
বর্নান দেন পৌরসভার কোষাধ্যক্ষ শেখ সাহার আলী। রাজস্ব খাতের আয় ও ব্যয় তুলে ধরেন ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মাদ আলী। বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌরসভার কাউন্সিলর হারান দত্ত। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, হাসানুর রহমান, মনতাজুর রহমান পারভেজ, বিশিষ্ট্য ব্যক্তিত্ব মোঃ সাইফুল ইসলাম জুয়েল, এ্যাড: শাহাজাহান, মহিলা
কাউন্সিলর মোছাঃ তনজু আরা, মোছাঃ বাবলী আরা সহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, স্থানিয় গন্যমান্য বক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন- মোঃ আশরাফ পারভেজ। আয়োজনে ছিলেন- ফুলবাড়ী পৌরসভা।