শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
বিজয় বাণী
প্রিয় চতরা ইউনিয়নবাসী,
যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্মদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পল্লী ভূমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়।
স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনাদের আর সম্ভ্রমহারা মা, বোনদের। যাদের অদম্য সাহস আর আত্মত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।
শুভেচ্ছান্তে,
মোঃ এনামুল হক শাহীন(চেয়ারম্যান)
১৪নং চতরা ইউনিয়ন পরিষদ
পীরগঞ্জ, রংপুর।