সোমবার, ১২ মে ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
এন.সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার (৫ই আগস্ট-২৩) সকালে উপজেলা প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।এই উপলক্ষে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়েছে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ কামালের জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান এমপি।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
এসময় আরও উপস্থিত ছিলেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানাত খন্দকার, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মির হোসেন মিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সামিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।