শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
সারাদেশের ন্যায়, রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫/০৮/২৩ইং সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরের বঙ্গবন্ধু মুরালে শুরুতে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে, ধারাবাহিকভাবে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা আওয়ামী লীগ, তারাগঞ্জ থানা কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কৃষকলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিবর্গ ও বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখা ।
এ সময় উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়াসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে, উপজেলা প্রশাসন সহ আওয়ামী লীগের একটি শোক র্যালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়ে উপজেলা প্রশাসন সভাকক্ষে গিয়ে দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু করেন।
এছাড়াও বাংলাদেশ কৃষক লীগ তারাগঞ্জ উপজেলা শাখা একটি বড় শোক র্যালী নিয়ে বাসস্ট্যান্ড মোড়স্থ কার্যালয়ে গিয়ে মিলিত হয়ে আলোচনা সভার মধ্যদিয়ে তাদের কর্মসূচী সম্পন্ন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ তারাগঞ্জ উপজেলা শাখা আহবায়ক- রতন কুমার রায়, সদস্য সচিব- আতিকুর রহমান আরজ, সদস্য- বিপ্লব রায়, তাপস রায়, হিরম্ব সরকার, সঞ্জিত সেন, রনজিত রায়, পীষুস সরকারসহ পাঁচ ইউনিয়নের নেতৃবৃন্দসহ আরও অনেকে।