শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ- বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির(৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ৬ই সেপ্টেম্বর সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু লিচু বাগান সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সাধু লিচু বাজার সংলগ্ন ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত সেই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৪ কেজি গাঁজা ও নগদ ৫৩০০ টাকা উদ্ধার করে পুলিশ।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এছাড়া লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।