বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব জেলায় শ্রেষ্ঠ গোপনে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, হরিজন সম্প্রদায় শুকরের বিষ্ঠা ফেলে প্রতিবাদ র‌্যাব-১১, সিপিসি-২’র অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলবাড়ীতে কৃষকদের মাঝে দু’টি ধান কাটা মেশিন বিতরণ নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বিদ্যুতের প্রিপেইড মিটারে দ্বি-গুণ টাকা কাটার অভিযোগ, দিশেহারা গ্রাহক সংবাদ প্রকাশের জের কিংবা পুলিশি তাণ্ডব নয়, মামলার আলামতে গাছ জব্দ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে লক্ষ্মীপুরে সয়াবিন উৎপাদন, বিক্রির টার্গেট ৫০০ কোটি পীরগঞ্জে মুখ খুলছে না সাধারণ ভোটার, তবে নির্বাচনী প্রচারণা তুঙ্গে কুমিল্লার দেবীদ্বারে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভা নড়াইলে উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সুপার’র নির্দেশ আটকের ১২ ঘণ্টা পর পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মুক্তি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবীতে নীলফামারীতে ছাত্রলীগের সমাবেশ ধান ক্ষেত পরিদর্শণে বাংলাদেশ ও আন্তর্জাতিক ধান গবেষণার প্রতিনিধি দল নীলফামারীতে নীলফামারীতে শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ ওসবুজ শিল্পায়ন বিষয়ক মতবিনিময় রংপুরের পীরগঞ্জে গৃহবধূকে মারপিট, থানায় অভিযোগ! লক্ষ্মীপুরে কালবৈশাখী ঝড় ধুনটে চৌকিবাড়ী ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা ঘুমের ঔষধ খাইয়ে অটোরিকশা ছিনতাই চক্রের মুল হোতা’সহ গ্রেপ্তার ৪ নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে জরিমানা

রংপুরে অপহরণের ৯ দিনেও সম্রাটের খোঁজ মেলেনি

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর জেলার কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী হাফিজিয়াা মাদ্রাসার হিফ্জ শাখার মেধাবী ছাত্র সাকিবুল হাসান সম্রাট(১৩) ৯ দিন থেকে অপহরণ হওয়ার পরিপ্রেক্ষিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর জেলা কাউনিয়া উপজেলার পূর্ব চানঘাট গ্রামের বাবুল মিয়ার ছেলে লাভলু মিয়া(১৮) গত ০৯/০৭/২৩ তারিখে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। লাভলুর স্বপরিবার ও ঢাকায় থাকেন।

সোমবার ১৭ই জুলাই ২৩ইং বিকাল চারটার দিকে বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধনে আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে রাশেদুল ইসলাম ড্রাইভার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অপহরণকৃত সম্রাটের মা সকিনা বেগম, কুর্শা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নুরজাহান বেগম (৭/৮/৯), মাদ্রাসার প্রধান শিক্ষক আরশাদ হোসেন, সম্রাটের নানা দুলাল মিয়াসহ এলাকাবাসীর পক্ষে আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এর আগেও লাভলু মিয়া আমাদের গ্রামের দুইটা বাচ্চাকে অপহরণ করে ঢাকা নিয়ে গেছিল। বাচ্চারা টের পেয়ে অন্য ফোন দিয়ে বাসায় ফোন দিলে, পরিবারের লোকজন সেখান থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করেন। কিন্তু আমরা অতি দ্রুত প্রশাসনের মাধ্যমে সুস্থ্য অবস্থায় সম্রাটকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। একই সাথে অপহরণকারী লাভলুকে দ্রুত গ্রেফতার করে আইনে আওতা নিয়ে শাস্তির দাবি করেন।

অপহরণকৃত সম্রাটের মা ছকিনা বেগম বক্তব্যে বলেন, ঈদের ছুটিতে লাভলু বাসায় আসছিল। গত ০৯/০৭/২৩ তারিখে সকাল ১১টার দিকে আমার ছেলে সম্রাট ও লাভলু বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার সব ছেলেরা মিলে খেলাধুলা করেন। গ্রামের আশপাশে অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে যখন পাই না। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারি (১০/০৭/২৩ইং) তারিখ রাত ১০টার দিকে জানতে পারি, লাভলু আমার ছেলেকে নিয়ে ঢাকা চলে গেছে।

সঙ্গে সঙ্গে ঢাকায় লাভলুকে ফোন দিলে লাভলু জানায়, গতকাল তারা ট্রেনযোগে ঢাকায় গিয়েছে। কিন্তু ঢাকায় যাওয়ার পর সম্রাট কান্নাকাটি করলে পরবর্তী ট্রেনে সম্রাটকে রংপুরে পাঠায় দেয়। তারপর তারা আর কিছু জানেনা বলে জানায়। যদি আর কারো মায়ের বুক খালি না হয়। আমি আপনাদের মাধ্যমে আমার ছেলে সম্রাটের প্রাণ ভিক্ষা চাচ্ছি। লাভলু যদি আমার সন্তানকে ফিরিয়ে দেয়।

এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মুনতাসীর বিল্লাহ বলেন, বাচ্চার নানা ও মা থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি দিয়েছে। আমাদের অফিসাররা টেকনিক্যাল ভাবে কাজ করছে। এখনো মামলা দেয়নি মামলা দিলে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)

বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

আগ্রহীগণ সিভি পাঠাতে -মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com

©2019 copy right. All rights reserved 71sangbad24.com Desing & Developed By Hostitbd.Com