শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির শাখা কর্তৃক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ই সেপ্টেম্বর সকাল দশটার দিকে মিঠাপুকুর গ্রিড উপকেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠান পিজিসিবি জিএমডি দিনাজপুর উপ-বিভাগীয় প্রকৌশলী জায়েদুল ইসলাম সভাপতিত্বে সাখাওয়াত হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিজিসিবি (ওএন্ডএম) পিজিসিবি নির্বাহী পরিচালক আব্দুল মোনায়েম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিজিসিবি (সঞ্চালন-২) প্রধান প্রকৌশলী মোকছেদুর রহমান, জিএমডি রংপুর নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, জিএমডি দিনাজপুর নির্বাহী প্রকৌশলী জাবেদ, ডিপ্রকৌস কেনিক সভাপতি দেওয়ান মোঃ ইলিয়াস প্রমুখ সহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই অনুষ্ঠানটি পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (পিজিসিবি ডিপ্রকৌস) রংপুর শাখা আয়োজন করেন।।