শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
মনিসা মৌ- রংপুন মহানগর প্রতিনিধিঃ
বহুতল ভবন নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করতে উদ্যোগ গ্রহণ করবেন। কারণ গ্রামে বছরে অল্প কিছু দিন কৃষিকাজ ছাড়া অন্য কাজের ব্যাবস্থা নেই বললেই চলে।
তাই বেঁচে থাকার তাগিদে শহরে বসবাসকারী ভূমিহীনদের উপজেলায় ঘরবাড়ির ব্যবস্থা করলে পরিবার পরিজন নিয়ে তাদের না খেয়ে থাকতে হবে।
এছাড়া রংপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় কালেকটরেটের অধীনে অনেক জমি ও বাড়ি রয়েছে, যেখানে সরকারি আমলা ও প্রভাবশালীরা বেনামে ভোগদখল করছে বা জমি কিংবা বাড়ি ভাড়া দিয়ে লাভবান হচ্ছে। ইতিমধ্যে উচ্ছেদকৃত ভূমিহীনদের এসব জমি বা বাড়িতে পুনর্বাসন করতে হবে।
তার আরও বলেন- নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।মাছ মাংস এখন গরীব মানুষ স্বপ্নে দেখে।লবণ মরিচ দিয়ে যে ভাত খাবে সে পরিস্থিতিও আর থাকছে না। অবিলম্বে পাড়ায় পাড়ায় ট্রাকসেলের ব্যবস্থা করতে হবে।
গরীব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম আনতে হবে এবং আর্মি-পুলিশের রেটে ভূমিহীনসহ সকল নিম্ন আয়ের মানুষের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে।সমাবেশ শেষে ভূমিহীনদের আবেদনের তালিকাসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।