শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে নিজেকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উপযোগী প্রস্তুতি, দক্ষতা এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ প্রদানের লক্ষে তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী মাদরাসার শিক্ষার্থী ও গ্ৰ্যাজুয়েটদের জন্য দিনব্যাপী রংপুর স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩রা জুলাই ২৩ইং দুপুর ১২.৩০ মিনিটের দিকে সদর উপজেলার পাগলাপীরের হরকলি ফাজিল মাদ্রাসা মাঠে এ মেলার উদ্ভোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রকল্প পরিচালক হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শেখ ওয়ালী আসিফ ইনান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগসহ লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রংপুরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থিরা।
এ স্মার্ট কর্মসংস্থান মেলায় যেসব প্রতিষ্ঠান যেমন, রাফু সফ্ট আইটি, রেমিটটেন্স আইটি, এলইডিপি ইনফর্মেশন, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি, হাইপারটেক সলিউশন লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ সফটওয়্যার, নেয়াড ডিভস, কোডার্স ট্রাস্ট বাংলাদেশ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন-উদ্যোক্তা তৈরীর প্রতিষ্ঠান, ফিউচার নেশন, প্রাণ-আরএফএল গ্রুপ, দিনাজপুর আইটি সলিউশন, হ্যাশট্যাগ রিসার্চ এন্ড টেকনোলজি লিমিটেড, এসপাইনোফ স্টুডিও, এটুআই এস্পায়ার টু ইনোভেট, বাংলাদেশ হাই ট্রান্স-পার্ক ইনোভেটিভ প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করেন।