রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শরিফা বেগম শিউলী- রংপুর বিভাগীয় ব্যুরোচীফঃ
ভিটামিন “A+” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর জেলায় আগামী ২০শে ফেব্রুয়ারি দিনব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
শনিবার সকালে সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিভিল সার্জন শামিম আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান- এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৪০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৫ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।এজন্য রংপুর জেলার রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জে ইতিমধ্যে সবরকম প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন- যেহেতু সারাদেশে একই দিনে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, তাই প্রচারের মাধ্যমে সকলকে অবগত করতে হবে। যাহাতে কোনো শিশু বাদ না পরে।
পাশাপাশি ক্যাপসুল খাওয়ানোর পর শিশুর বমিসহ কোন প্রকার সমস্যা দেখা দিলে না ঘাবড়িয়ে গেলে নিকটবর্তী কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর শিশু হাসপাতালে আরএমও মোস্তাফিজার রহমানসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মী।