শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
“রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভা, তথ্য অধিকার আইন বাস্তবায়ন অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির সভা, বিভাগীয় যাত্রীয় পণ্য পরিবহন (আরটিসি) কমিটির সভা” অনুষ্ঠিত ১০ আগস্ট ২০২৩ খ্রিঃ বিভাগীয় কমিশনার, রংপুর এর কার্যালয়ের সন্মেলন কক্ষে মাননীয় বিভাগীয় কমিশনার, রংপুর মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে সকাল ১০:০০ ঘটিকায় “রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভা”; সকাল ১০ঃ৩০ ঘটিকায় “তথ্য অধিকার আইন বাস্তবায়ন অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির সভা” সকাল ১১ঃ০০ ঘটিকায় “বিভাগীয় যাত্রীয় পণ্য পরিবহন (আরটিসি) কমিটির সভা” অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটির গত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, জেলা ও উপজেলা পর্যায়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা, জেলা ও উপজেলা টাস্কফোর্স কর্তৃক পরিচালিত অভিযান, মাদকের বিরুদ্ধে শুধুমাত্র টাস্কফোর্স সংশ্লিষ্ট মোবাইল কোর্ট পরিচালনা, চোরাচালান মামলার অগ্রগতি প্রতিবেদন, চোরাচালান প্রতিরোধে ট্রেন তল্লাশি এবং বিবিধ বিষয় সংক্রান্ত আলোচনা হয়।
এছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটি অফিস আদালত হতে জনগণের সহজে তথ্য প্রাপ্তির বিষয়ে এবং যাত্রী পরিবহন ও মালামাল দ্রুত আনা-নেওয়ার ক্ষেত্রে সরকারি বাস সার্ভিস বিআরটিসি বাস সংখ্যা বাড়ানো সহ সর্বোচ্চ সেবা দানের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
উক্ত সভা সমূহে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), রংপুর রেঞ্জের এসএম রশিদুল হক পিপিএম; পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, রংপুর; সেক্টর কমান্ডার, বিজিবি, রংপুর; সিও র্যাব-১৩, রংপুর; ডিটাচমেন্ট কমান্ডার, ডিজিএফআই, রংপুর; অতিরিক্ত পরিচালক, এনএসআই, রংপুর; কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর; ৮ জেলার জেলা প্রশাসক; পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর; পরিচালক, আনসার ভিডিপি, রংপুর অঞ্চলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশসহ বিভাগীয় প্রশাসন একযোগে কাজ করছে। তিনি আরও বলেন শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ বিনির্মানে প্রত্যেক নাগরিক-কে সচেতন হতে হবে, আমরা বিশ্বাস করি দায়িত্ববান নাগরিকের দায়িত্বপুর্ণ ভূমিকা পালনের মাধ্যমে সমৃদ্ধিশীল সমাজ গঠন করা সম্ভব।