শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
রবিন চৌধুরীর- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুল এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধ ও জটিলতা থেকে শিশুদের রক্ষাকল্পে আগামী (১২ ডিসেম্বর) সারাদেশ ব্যাপি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সিটি কর্পোরেশন প্যানেল মেয়রা।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সদর হাসপাতালের কনফারেন্স রুমে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র-২ তৌহিদুল ইসলাম জানান, ৩৩টি ওয়ার্ড আগামী (১২ ডিসেম্বর ২৩) এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার শিশুকে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৫০০ শো শিশুকে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী (১২ ডিসেম্বর) সকাল ৮ হতে বিকেল ৪ টা পর্যন্ত প্রতিটি টিকা কেন্দ্রে এবং হাট-বাজার, বাস স্ট্যান্ড, লঞ্চ-ঘাট এবং রেলওয়ে স্টেশনের অস্থায়ী/ভ্রাম্যমান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এজন্য রংপুরের ৩৩টি ওয়ার্ডে ইতিমধ্যে সব-রকম প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
যেহেতু, সারাদেশে একই দিনে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, তাই প্রচারের মাধ্যমে সকলকে অবগত করতে হবে। যাহাতে কোনো শিশু বাদ না পরে। পাশাপাশি ক্যাপসুল খাওয়ানোর পর শিশুর বমিসহ কোন প্রকার সমস্যা দেখা দিলে না ঘাবড়িয়ে নিকটবর্তী কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মাহবুবার রহমান মঞ্জু, সচিব উম্মে ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধাসহ অফিসের কর্মচারী এবং ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।