শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
তাপস রায়- তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২৪ এর মনোনয়ন যাচাইয়ে বাদ পড়লে, জেলা রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। তিনি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক ভাবে দ্বায়িত্বপ্রাপ্ত।
আজ রবিবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশন কার্যালয় রাজধানীর আগারগাঁওয়ে আপিল আবেদনের প্রেক্ষিতে রায় শুনানিতে বিশ্বনাথ সরকার বিটু প্রার্থীতার বৈধতা ফিরে পান। প্রার্থীতা ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার লাখ জনতার মাঝে স্বত্তি ও কর্মীদের মাঝে আনন্দের উচ্ছাস দেখা দেয়।
প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে দলের প্রার্থী হওয়ার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছেন, এ কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কিন্তু আমার প্রার্থীতা জেলা রিটার্নিং অফিস থেকে বাতিলের খবরে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) উপজেলার মানুষ হতাশ হয়ে পড়েছিল। তাঁদের অনুপ্রেরণায় আমি প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে আপিল করলে আজ প্রার্থীতার বৈধতা ফিরে পাই। প্রার্থীতা ফিরে পাওয়ায় আমার নির্বাচনী এলাকার মানুষ আমার থেকেও বেশি আনন্দিত হয়েছে। তিনি আরও বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হলেও ভোটারদের সাথে নিয়ে এই আসনটি নেত্রীকে উপহার দিতে পারব এ আমার দৃঢ় বিশ্বাস।
প্রার্থীতা ফিরে পাওয়ায় বাংলাদেশ কৃষক লীগের তারাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান আরজ স্থানীয় দলীয় কর্মীদের সাথে নিয়ে আনন্দ ও উচ্ছাসে মতবিনিময় করেন। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের আজকের আনন্দ অবশ্যই ৭ জানুয়ারীর নির্বাচনে, বিজয়ের মধ্যদিয়ে জনমনে উদ্ভাসিত হবে ইনশাল্লাহ্।