শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা বগুড়া পাড়া গ্রামে একটি ডোবার পানিতে পড়ে লালটু(২০) নামে এক যুবক শনিবার ৮ই জুলাই মারা যায়।
লালটু ওই গ্রামের সাদেক আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য টুপেন চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত মতে জানা গেছে, ঘটনার দিন গত শুক্রবার ৭ই জুলাই বিকাল থেকে লালটু বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১টায় বাড়ির মাজারের পাশে ডোবার পানিতে লালটুর মাথায় পরিহিত ক্যাপ ভাসতে দেখে।
তাৎক্ষণিক স্থানীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে রানীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ডোবার পানি থেকে আধা ঘন্টার মধ্যে লালটুকে মৃতঃ অবস্থায় উদ্ধার করে ইউপি সদস্য টুপেন চন্দ্রের উপস্থিতিতে লাশ মৃতের পরিবারের নিকট হস্তান্তর করেন।
রাণীশংকৈল থানা পুশিল পরিদর্শক মহসিন আলী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
লাশ ময়না তদন্তের জন্য আজ শনিবার দুপুরে জেলা মর্গে পাঠানো হয়েছে। রির্পোট আসার পর আসল ঘটনা জানা যাবে।