শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে “ইচ্ছা পূরণ” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় চলমান কনকনে শীতে শীতার্থ অসহায় দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণী স্বেচ্ছাসেবী কর্যক্রম চলছে।
সংগঠনটি অসহায় দরিদ্র মানুষের কল্যানে গত ২৪/৮/২০২১ইং থেকে বিভিন্ন গণকল্যান মূখী সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১০ তারিখ থেকে প্রকট শীতের এই দুর্বিসহ অবস্থায় ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে। সংগঠনের কমিটির উদ্যোগে বিভিন্ন মাধ্যমে সহযোগীতা সংগ্রহ করে মহতী এই সেবা চালাচ্ছে বলে জানা গেছে।
স্বেচ্ছাসেবী এ সংগঠণের সেবামূলক কাজের মধ্যে-
স্বেচ্ছায় রক্তদান, গরিব মানুষের মাঝে টিউবয়েল বিতরণ, শীতের সময় শীত বস্ত্র বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, অসহায় গরিব রোগীদের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শরীফ সহ বিভিন্ন বই বিতরণ সহযোগীতা করছে।
জানা গেছে, সংগঠনের সদস্যগণ তাদের বিভিন্ন ভাবে জমানো টাকা এবং সমসাময়িক বিষয়ভিত্তিক সহযোগীতা আহ্বান করে ফেসবুকে পোস্ট দিয়ে সহৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সহযোগীতা একত্রিত করে জনস্বার্থে এ কাজগুলো করছে।
বিভিন্ন এলাকার শীতার্থ অসহায় সকল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা সম্ভব নয় বলে রাতের আঁধারে একান্ত শীতার্থ ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে। দিনের বেলা বিতরণ করলে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমান সম্ভব না হওয়ায় কষ্ট করে হলেও রাতেই তাদের এ সেবা পৌঁছাতে হয়।
তাদের কাছে শীতবস্ত্রের সংকট থাকায় সমাজে বসবাসকারী বিত্তবান, বিভিন্ন সেবামূলক সংগঠন, জেলা বা উপজেলা প্রশাসনের সরকারি বরাদ্দ থেকে সহযোগিতা পেলে তারা গণকল্যাণমূখী মানবিক এই সেবা বেগবান করতে পারবে বলে তাদের আশা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আদর আলী হুজাইফা বলেন, এ বছর শীতে আমরা এখন পর্যন্ত প্রায় ৫০ জন মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করেছি, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। আমাদের কাছে অনেক শীতার্থ অসহায় মানুষের সন্ধান আছে যারা শীত বস্ত্র পাবার যোগ্য।
আমাদের অর্থ সঙ্কট ও সহায়তাকারী কম থাকায় আশানুরুপ শীতবস্ত্র প্রদান করতে পারতেছি না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটুকু পারি দিবো। আশা করবো সবাই এমন উদ্যোগে আমাদের সহযোগী হবেন এবং নিজেরাও নিজেদের সাধ্যমতো প্রতিবেশীসহ ছিন্নমূল শীতার্থদের পাশে সহায়ক হয়ে দাড়াবেন।
আমাদের জনসেবায় আপনিও অংশগ্রহণ করুন…..✅
সহায়তা প্রাপ্তি-
পরিচালক,
“ইচ্ছা পূরণ”
পূরাতন চৌপথি,
তারাগঞ্জ, রংপুর।
মোবাইল- 01737603666.