বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
মোঃ কামরুজ্জামান- বেরোবি প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। অফিসার্স অ্যাসোসিয়েশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ কর্মসূচির শুরু হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে দেখা যায়।
এবিষয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি
এ. টি. জি গোলাম ফিরোজ বলেন- বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাদের রক্তের গ্রুপ জানে না। ফলে অনেক সময় জরুরি প্রয়োজনে তাদের ভোগান্তিতে পড়তে হয়। এজন্য আমরা ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছি।