সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা শেফালী বেগম এর বাড়িতে গত শনিবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে।
জানা গেছে পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ মৌলভীর ডাঙ্গা মহল্যায় এ ঘটনা ঘটে। মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়িতে গভীর রাতে ডাকাতদল হানা দেন। ঐ শিক্ষিকা পরিবারে শুধু মাত্র স্বামী স্ত্রী মিলে দু সদস্যর পরিবার । ডাকাতদল গ্রীল কেটে ঘরে প্রবেশ করে বাহির থেকে দরজা হ্যাজবল আটকে অবরুদ্ধ করে এবং চেতনা নাশক কিছু ছিটিয়ে পর্যায় ক্রমে তিনটি কক্ষে
ডাকাতি সংঘটিত করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পোশা কুকুরকে ডাকাত দল ছুরিকাহত করে। শিক্ষিকা সৈয়দা শেফালী দীর্ঘ কয়েক বছর হতে ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসার জন্য গচ্ছিত ৫ লক্ষ টাকা সহ মোটরসাইকেল গহনা কাপড় চোপড় জরুরি কাগজ পত্র নিয়ে যায়।
যাওয়ার সময় ডাকাত দল বাহির থেকে ঘরের এবং প্রাচীরের বাহিরের হ্যাজবল আটকিয়ে রেখে চলে যায়। তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে। একই মহল্যার আফজাল হোসেন লালমিয়ার বাড়িতে ও একই রাতে ডাকাত দল ডাকাতির চেষ্টা চালায় এবং কয়েকটি বিদেশি চীনা হাস ও মোবাইল সেট নিয়ে যায়। মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনা স্থল তদন্ত করেছে।