শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ-রাণীশংকৈল) উপজেলায় ৫ম বারের মতো বিজয়ী হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ (লাঙ্গল প্রতিক) তিনি ১ লক্ষ ৬ হাজার ৭’শত ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় (হাতুড়ি প্রতীক)পেয়েছেন ৬৪ হাজার ৮’শত ২১ ভোট।
গত রবিবার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ১২৮টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। হাফিজউদ্দিন আহম্মেদ ৪৮ হাজার ১’শ ৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩’শ ৫৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৭৬ হাজার ২’শ ২৬ জন। বাতিল কৃত ভোটের সংখ্যা ২ হাজার ৩’শ ৯৯ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৫১.১৮% ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা নির্বাচন রির্টানিং কর্মকর্তা মাহাবুব রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, হাফিজউদ্দিন আহম্মেদ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮৮ সালে প্রথম বারের মতো জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয় পার্টির মনোনয়নে-২০০১, ২০০৮,২০২৩, সর্বশেষ ২০২৪, সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।